Wellcome to National Portal

জেলা সমবায় কার্যালয়, কিশোরগঞ্জ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত জানাই

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

অফিস সম্পর্কিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাালয়ের আওতাধীন সমবায় অধিদপ্তর এর অধীনে জেলা সমবায় কার্যালয়, কিশোরগঞ্জ পরিচালিত হয়। অনেক পুরাতন ও  প্রাচীনতম ভবনের (সমবায় ব্যাংক ভবন)  নিচ তলায় এ অফিসটি অবস্থিত। অফিসের  ঠিকানা হচ্ছে: কাজী নজরুল ইসলাম সরণি,  খরমপট্টি, কিশোরগঞ্জ। অফিস প্রধানের পদবি ‘জেলা সমবায় অফিসার’। সমবায় সমিতি নিবন্ধন এবং উক্ত সমিতির তদারকি, সঠিক সময়ে অডিট ও সমিতি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি উক্ত অফিস কর্তৃক প্রদান করা হয়ে থাকে। ১৩ টি উপজেলার প্রধান হিসাবে ‘উপজেলা সমবায় অফিসার’ পদে ১৩ জন কর্মরত রয়েছেন; জেলা সমবায় কার্যালয় উপজেলা দপ্তরসমূহের নিয়ন্ত্রণকারী হিসেবে কাজ করছে।

***   তথ্যই শক্তি   তথ্য প্রাপ্তি আপনার অধিকার    তথ্য প্রাপ্তি আইন দ্বারা স্বীকৃত    আপনি যে কোনো কর্তৃপক্ষ বরাবর তথ্য চেয়ে আবেদন করতে পারবেন     স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে তথ্য অধিকার আইন-২০০৯ যুগোপযোগী     আমাদের নিকট থেকে তথ্য প্রাপ্তির জন্য ভিজিট করুন: www.cooparative.kishoreganj.gov.bd   ***