Wellcome to National Portal

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”

‘‘জেলা সমবায় কার্যালয়, কিশোরগঞ্জ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম’’

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সারা দেশের মতো কিশোরগঞ্জ জেলায়ও যথাযথ মর্যদায় ও উৎসব মুখর পরিবেশে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হলো : সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।
বিস্তারিত

সারা দেশের ন্যায়  কিশোরগঞ্জ জেলায়ও যথাযথ মর্যাদায় ‍ও উৎসব মুখর পরিবেশে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ।  

 

কিশোরগঞ্জ জেলায় যথাযথ মর্যাদায় ‍ও উৎসব মুখর পরিবেশে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে ।

52Zg RvZxq mgevq w`em 2023  Gi cÖwZcv`¨ welq  : Òmgev‡q MowQ, †`k ¯§vU© n‡e evsjv‡`kÓ 

 


সকাল 10.30 ঘটিকায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন  এবং সমবায় পতাকা উত্তোলনের সময় সমবায় সংগীত বাজানো হয় । অতঃপর বেলুন ও শান্তির কপোত উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় ।

অনুষ্ঠান শুভ উদ্বোধনের পর  সমবায় কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দগণ আসন গ্রহণ করেন ।

আলোচনার সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন  আবু সালেহ মোহাম্মদ ওমর ফারুক, পরিদর্শক, জেলা সমবায় কার্যালয়, কিশোরগঞ্জ ।

তারপর পবিত্র গীতা থেকে পাঠ করেন  মিহির কুমার বর্মন, পরিদর্শক, জেলা সমবায় কার্যালয়, কিশোরগঞ্জ । জেলা সমবায় কার্যালয়, কিশোরগঞ্জ-এর সরেজমিনে  তদন্তকারী,  মেহেদী হাসানের সঞ্চালনায়  ,  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মোহাম্মদ জহিরুল আলম ভুইয়া, উপজেলা সমবায় অফিসার, কিশোরগঞ্জ সদর।   


দিবসের প্রতিপাদ্য বিষয় : Òmgev‡q MowQ †`k ¯§vU© n‡e evsjv‡`kÓ

প্রতিপাদ্য বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন উম্মে মরিয়ম, জেলা সমবায় অফিসার((সদ্য পদোন্নতি প্রাপ্ত

উপ নিবন্ধক) কিশোরগঞ্জ।


অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন এ,টি,এম ফরহাদ চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কিশোরগঞ্জ ও বিশেষ আলোচক ছিলেন মনতোষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কিশোরগঞ্জ ।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও সমবায়ীবৃন্দ অনুষ্ঠানে সমবায়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ।

অনুষ্ঠানের সভাপত্বি করেন মো: হুমায়ুন কবীর, সভাপতি, জেলা বহুমুখী সমবায় সমিতি লিঃ।

আলোচনা অনুষ্ঠান শেষে  জেলা প্রশাসক ও পুলিশ সুপার, কিশোরগঞ্জ মহোদয়ের পরামর্শক্রমে উৎপাদনমুখী সমিতি হিসেবে  নিবন্ধনপ্রাপ্ত অষ্টগ্রাম পনির উৎপাদনকারী সমবায় সমিতি লি: এর পক্ষে সমিতির সভাপতিকে    নিবন্ধন সনদপত্র প্রদান করা হয়।


প্রতি বছরের ন্যায় এবারো  কিশোরগঞ্জ  জেলার সমবায় সমিতি সমূহের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সমবায় বিভাগের নির্দিষ্ঠ কিছু সূচক ও মানদন্ডের ভিত্তিতে এবং বিজ্ঞ বিচারকদের মতামতের  ভিত্তিতে, সর্বচ্চো নম্বর পাওয়ায় কিশোরগঞ্জ জেলার ৬ (ছয়) টি সমিতিকে এবার জেলার শ্রেষ্ঠ ও সফল সমবায় সমিতি হিসেবে  পুরস্কার দেওয়া হয়েছে ।  প্রতিটি পুরস্কার প্রাপ্ত  সমিতি নিজ নিজ ক্ষেত্রে সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে ।

 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/11/2023
আর্কাইভ তারিখ
30/11/2023

“ওরে নিপীড়িত, ওরে ভয়ে ভীত, শিখে যা, আয় রে আয়, দুঃখ জয়ের নবীন মন্ত্র সমবায়, সমবায়”