জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত তথ্য অধিকার মেলা গুরু দয়াল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ২৭ ও ২৮ নভেম্বর ২০২৪ তারিখে (বুধ ও বৃহস্পতিবার) দুই দিন ব্যাপি অনুষ্ঠিত এই মেলায় মোট ৩৭ টি স্টল বসে। সরকারি বিভিন্ন দপ্তরের সেবা কীভাবে পাওয়া যায় সে বিষয়ে দর্শণার্থীগণ এই মেলায় জানতে পারে। সরকারি অন্যান্য দপ্তরের মতো জেলা সমবায় কার্যালয়, কিশোরগঞ্জও উক্ত মেলায় অংশগ্রহণ করে এবং উক্ত দপ্তরের বিভিন্ন সেবা সম্পর্কে মেলায় আগত আগ্রহী দর্শণার্থীগণকে অবহিত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস