Wellcome to National Portal

জেলা সমবায় কার্যালয়, কিশোরগঞ্জ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত জানাই

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ডিজিটাল উদ্ভাবনী মেলা'২২ এ জেলা সমবায় কার্যালয়, কিশোরগঞ্জ এর ৫ম স্থান অর্জন।
বিস্তারিত

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল সেবা এবং প্রযুক্তি নির্ভর উদ্ভাবন সম্পর্কে জনগনকে অবহিতকরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় প্রতি জেলা এবং উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজন করা হয়। মূলত বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার হিসেবে “ ডিজিটাল বাংলাদেশ” বিনির্মাণে ২০১০ সাল হতে এ আয়োজন এর উদ্যোগ গ্রহন করা হয়। এর ই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলার সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহনে ২৯-৩০ নভেম্বর,২০২২  দুইদিন ব্যাপী এ মেলা আয়োজন করা হয়।  

ডিজিটাল মেলায় জেলা সমবায় কার্যালয়,কিশোরগঞ্জ  স্বতঃস্ফূর্ত অংশগ্রহন নিশ্চিত করে এবং ডিজিটাল প্লার্টফর্মে সমবায় বিভাগের বিভিন্ন সেবা এবং কার্যক্রম জনসাধারনের নিকট তুলে ধরে। এক্ষেত্রে এ কার্যালয়ের আন্তঃদাপ্তরিক সেবা এবং নাগরিকের জন্য প্রণীত সেবা সমূহও উপস্থাপন করা হয়।   

আন্তঃদাপ্তরিক ডিজিটাল সেবাসমূহ যথাক্রমে ই-নথি কার্যক্রম, ওয়েবপোর্টাল সহ  সমবায় পণ্যের অনলাইন বাজার ইত্যাদি এর পাশাপাশি নাগরিক সেবাসমূহ প্রাপ্তি নিশ্চিন্তে বিভিন্ন বারকোডে জেলা সমবায় কার্যালয়, কিশোরগঞ্জের সেবাসমূহ  অনলাইনে প্রাপ্তির বিষয়ে অবহিত করা হয়।

মেলার সমাপনী দিনে  মূল্যায়ন কমিটির নিকট ডিজিটাল সেবাসমূহ উপস্থাপনের পাশাপাশি সমবায় বিভাগের অনলাইন রিটার্ন ব্যবস্থাপনা পদ্ধতির বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়।

বর্নিত অবস্থায় যথাযথ প্রক্রিয়ায় স্টল সজ্জা এবং ডিজিটাল উন্নয়ন মেলা ২০২২ কে সফলতার সাথে এ কার্যালয় এবং সমবায় বিভাগকে উপস্থাপন করার প্রেক্ষিতে সরকারী অন্যান্য দপ্তরের সহিত প্রতিযোগিতা নিশ্চিন্তে এ কার্যালয় কৃতিত্বের সহিত সফল্ভাবে গনপূর্ত বিভাগের সহিত যৌথভাবে পঞ্চম স্থান অর্জন করে এবং জেলা প্রশাসক মহোদয় সমাপনী অনুষ্ঠানে জেলা সমবায় কর্মকর্তার নিকট সম্মাননা পুরস্কার প্রদান করেন।

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
28/12/2022
আর্কাইভ তারিখ
30/12/2023

***   তথ্যই শক্তি   তথ্য প্রাপ্তি আপনার অধিকার    তথ্য প্রাপ্তি আইন দ্বারা স্বীকৃত    আপনি যে কোনো কর্তৃপক্ষ বরাবর তথ্য চেয়ে আবেদন করতে পারবেন     স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে তথ্য অধিকার আইন-২০০৯ যুগোপযোগী     আমাদের নিকট থেকে তথ্য প্রাপ্তির জন্য ভিজিট করুন: www.cooparative.kishoreganj.gov.bd   ***