গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাালয়ের আওতাধীন সমবায় অধিদপ্তর এর অধীনে জেলা সমবায় কার্যালয়, কিশোরগঞ্জ পরিচালিত হয়। অনেক পুরাতন ও প্রাচীনতম ভবনের (সমবায় ব্যাংক ভবন) নিচ তলায় অত্র অফিসটি অবস্থিত। অফিসের ঠিকানা হচ্ছে : কাজী নজরুল ইসলাম সরণি, খরমপট্টি, কিশোরগঞ্জ। অফিসের প্রধানের পদবী হচ্ছে জেলা সমবায় অফিসার। সমবায় সমিতি নিবন্ধন এবং উক্ত সমিতির তদারকি, সমিতিটির সঠিক সময়ে অডিট ও সমিতি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি উক্ত অফিস কর্তৃক প্রদান করা হয়ে থাকে। ১৩ টি উপজেলার প্রধান হিসাবে অত্র কার্যালয় নিয়ন্ত্রণকারী ভূমিকা পালন করছে।