সারা দেশের ন্যায় কিশোরগঞ্জ জেলায়ও যথাযথ মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ।
কিশোরগঞ্জ জেলায় যথাযথ মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে ।
52Zg RvZxq mgevq w`em 2023 Gi cÖwZcv`¨ welq : Òmgev‡q MowQ, †`k ¯§vU© n‡e evsjv‡`kÓ
সকাল 10.30 ঘটিকায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং সমবায় পতাকা উত্তোলনের সময় সমবায় সংগীত বাজানো হয় । অতঃপর বেলুন ও শান্তির কপোত উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় ।
অনুষ্ঠান শুভ উদ্বোধনের পর সমবায় কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দগণ আসন গ্রহণ করেন ।
আলোচনার সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আবু সালেহ মোহাম্মদ ওমর ফারুক, পরিদর্শক, জেলা সমবায় কার্যালয়, কিশোরগঞ্জ ।
তারপর পবিত্র গীতা থেকে পাঠ করেন মিহির কুমার বর্মন, পরিদর্শক, জেলা সমবায় কার্যালয়, কিশোরগঞ্জ । জেলা সমবায় কার্যালয়, কিশোরগঞ্জ-এর সরেজমিনে তদন্তকারী, মেহেদী হাসানের সঞ্চালনায় , অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মোহাম্মদ জহিরুল আলম ভুইয়া, উপজেলা সমবায় অফিসার, কিশোরগঞ্জ সদর।
দিবসের প্রতিপাদ্য বিষয় : Òmgev‡q MowQ †`k ¯§vU© n‡e evsjv‡`kÓ
প্রতিপাদ্য বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন উম্মে মরিয়ম, জেলা সমবায় অফিসার((সদ্য পদোন্নতি প্রাপ্ত
উপ নিবন্ধক) কিশোরগঞ্জ।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন এ,টি,এম ফরহাদ চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কিশোরগঞ্জ ও বিশেষ আলোচক ছিলেন মনতোষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কিশোরগঞ্জ ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও সমবায়ীবৃন্দ অনুষ্ঠানে সমবায়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ।
অনুষ্ঠানের সভাপত্বি করেন মো: হুমায়ুন কবীর, সভাপতি, জেলা বহুমুখী সমবায় সমিতি লিঃ।
আলোচনা অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, কিশোরগঞ্জ মহোদয়ের পরামর্শক্রমে উৎপাদনমুখী সমিতি হিসেবে নিবন্ধনপ্রাপ্ত অষ্টগ্রাম পনির উৎপাদনকারী সমবায় সমিতি লি: এর পক্ষে সমিতির সভাপতিকে নিবন্ধন সনদপত্র প্রদান করা হয়।
প্রতি বছরের ন্যায় এবারো কিশোরগঞ্জ জেলার সমবায় সমিতি সমূহের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সমবায় বিভাগের নির্দিষ্ঠ কিছু সূচক ও মানদন্ডের ভিত্তিতে এবং বিজ্ঞ বিচারকদের মতামতের ভিত্তিতে, সর্বচ্চো নম্বর পাওয়ায় কিশোরগঞ্জ জেলার ৬ (ছয়) টি সমিতিকে এবার জেলার শ্রেষ্ঠ ও সফল সমবায় সমিতি হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে । প্রতিটি পুরস্কার প্রাপ্ত সমিতি নিজ নিজ ক্ষেত্রে সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS