ঢাকা বিভাগের আওতাধীন ১৩জেলার মধ্যে "ই নথি "ব্যবহার এর মাধ্যমে সর্বোচ্চ পত্র নিষ্পত্তিতে জেলা সমবায় কার্যালয় , কিশোরগঞ্জ প্রথম স্থান অধিকার করেছে। অক্টোবর হতে ডিসেম্বর ২য়ত্রৈমাসিকে ইনথিতে মোট ২৮১টি পত্র জারী করা হয়। এ প্রেক্ষিতে বিভাগীয় সমবায় কার্যালয়,ঢাকা হতেজেলা সমবায় কার্যালয় কিশোরগঞ্জকে অভিনন্দন এবং শুভেচ্ছাপ্ত্র প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS